শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ—মহিলা) ২০২৫’র চলমান প্রশিক্ষণের অংশ হিসেবে অগ্নিনির্বাপণ মহড়া হয়েছে। রবিবার দিনব্যাপী উপজেলার কুকুটিয়া ইউনিয়ন পরিষদে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকতার্র কার্যালয়ের আয়োজনে মহড়াটি পরিচালনা করেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা ফারজানা আক্তার, কুকুটিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকতার্ (ইউপি সচিব) পারভেজ দেওয়ান ও ফায়ার ফাইটার, আনসার সদস্য বৃন্দসহ এলাকার প্রায় শতাধিক ব্যক্তিবর্গ।
এদিন সকালে ভিডিপি’র চলমান প্রশিক্ষণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রাকৃতিক দুর্যোগ ও মানব সৃষ্ট দুর্যোগ সম্পর্কে করনীয় এবং নিরাপত্তা সতর্কতা সমন্ধে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন।
মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
২৮/১২/২৫ইং

