শ্রীনগর প্রেস ক্লাবের সম্মেলনে সভাপতি আরিফ সম্পাদক শ্যামল

         


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর প্রেস ক্লাবের দ্বি—বার্ষিক সম্মেলনে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় পুনরায় সভাপতি নিবার্চিত হয়েছেন মো. আরিফ হোসেন (দৈনিক মানবজমিন) ও সাধারণ সম্পাদক নিবার্চিত হয়েছেন আরিফুল ইসলাম শ্যামল (দৈনিক আলোকিত সকাল ও তরঙ্গ নিউজ)।


 
শনিবার বিকালে শ্রীনগর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত দ্বি—বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নিবার্চন  অনুষ্ঠিত হয়। ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ—সভাপতি শাজাহান খান (আমার সংবাদ), সহ—সম্পাদক মীর রাতুল  (দৈনিক সকালের সময়) , সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব (নয়াদিগন্ত), কোষাধ্যক্ষ সফিকুল ইসলাম তাপস (সাপ্তাহিক সত্য প্রকাশ), আইন সম্পাদক মেহেদী হাসান শাহবাৎ (ডেইলী ইন্ড্রাস্ট্রি)। 


দপ্তর সম্পাদক মুনীরুল ইসলাম (ইনকিলাব), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুখ খান সুজন (জনবানী), প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম সিপু (দিন প্রতিদিন), কার্যকরী সদস্য মো. রেজাউল করিম রয়েলে (যায়যায়দিন), মুজিব রহমান (সাপ্তাহিক মুন্সীগঞ্জ সংবাদ), মোহন মোড়ল (সাপ্তাহিক বিক্রমপুর চিত্র), উজ্জ্বল দত্ত (আজকালের খরব), আজিজুল ইসলাম রনি (দিনকাল)।


 
এদিন শ্রীনগর প্রেস ক্লাবের দ্বি—বার্ষিক সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মুজিব রহমান, নির্বাচন কমিশনার মো. রেজাউল করিম রয়েল ও মোহন মোড়ল। 



কার্যকরী কমিটির ৩টি পদে কোন প্রার্থী না থাকায় নিবার্চন কমিশনারের দায়িত্বে থাকা প্রেস ক্লাবের ৩ সদস্যকে গঠনতন্ত্র মোতাবেক কো—অপ্ট করে কার্যকরী সদস্য হিসাবে পদায়ন করা হয়।
১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী এই কমিটি আগামী ২০২৬—২০২৭ সাল পর্যন্ত শ্রীনগর প্রেস ক্লাবের দায়িত্ব পালন করবে।


















মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
২৭/১২/২৫ইং

Post a Comment

নবীনতর পূর্বতন