শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে পাওয়ার গ্রিড উপকেন্দ্রে দিনব্যাপী প্রশিক্ষণমূলক ফায়ার ড্রিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার পাটাভোগ এলাকার পূর্ব বেজগাঁও অবস্থিত (শ্রীনগর ১৩২/৩৩ কেভি গ্রিড) উপকেন্দ্রে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের উদ্যোগে এই ফায়ার ড্রিল শুরু হয়।
এদিন ফায়ার ড্রিলের বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন ওয়্যার হাউস ইন্সপেক্টর (এফএসসিডি, এডি দপ্তর—ঢাকা) মো. আরিফ আনোয়ার, মহড়াটির বাস্তব প্রশিক্ষণ পরিচালনা করেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর পাওয়ার গ্রিড উপকেন্দ্র ইনচার্জ সহকারী প্রকৌশলী এসে.কে মো. আশরাফুল আলম, পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিএলসি) সংরক্ষণ বিভাগ ঢাকা দক্ষিণের জুনিয়র নিরাপত্তা পরিদর্শক মোহাম্মদ কুতুব উদ্দিন জাবের, ফায়ার ফাইটার আবু তাহের, মুকুলসহ শ্রীনগর পাওয়ার গ্রিড উপকেন্দ্রের বিভিন্ন শেকসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকতার—কর্মচারী বৃন্দ।
ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ভূমিকম্প, অগ্নিকান্ড ও অন্যান্য জরুরী পরিস্থিতিতে করনীয় সমন্ধে আলোচনা করা হয়। এছাড়া জরুরী উদ্ধার, বহনযোগ্য অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার, প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান, অগ্নিনির্বাপণের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।
মো: ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
২২/১২/২৫ইং

