মুন্সীগঞ্জ—১ আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

 

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জ—১ আসনে (শ্রীনগর—সিরাজদিখান উপজেলা) ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ইঞ্জিনিয়ার আলহাজ কে এম আতিকুর রহমান মনোয়নপত্র দাখিল করেছেন। 



সোমবার দুপুরের দিকে শ্রীনগর উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিনের নিকট হাতপাখা প্রতীকের পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আলহাজ কে এম আতিকুর রহমান তার মনোনয়নপত্র জমা দেন।  


এ সময় উপস্থিত ছিলেন আসন ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হানিফ শেখ, যুগ্ন—আহ্বায়ক আলহাজ সিদিকুর রহমান, সম্বনয়কারী মাকসুদুর রহমান খাঁন, সদস্য সচিব মুফতি শাহাদাৎ হোসাইন লস্করপুরী।



 মনোনয়নপত্র দাখিলের পর ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার আলহাজ কে এম আতিকুর রহমান মুন্সীগঞ্জ—১ আসনের জনগণের নৈতিকতা, ইনসাফ ও ইসলামি মূল্যবোধ ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় সকলের দোয়া কামনা করেন তিনি।












মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
২৯/১২/২০ইং    

Post a Comment

নবীনতর পূর্বতন