শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জ—১ আসনে (শ্রীনগর—সিরাজদিখান উপজেলা) বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র জমাদানের পূর্বে জনগনের কাছে দোয়া চেয়েছেন আসনটির ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শেখ মো. আব্দুল্লাহ্।
সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে শ্রীনগর উপজেলার বাইপাশে বিএনপি আয়োজিত সভায় তিনি দোয়া চান। এরপর তিনি মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য রওনা হন।
শেখ মো. আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন, সব কিছুর মালিক মহান আল্লাহ।
আল্লাহর ইচ্ছায় আমি বিএনপির মনোয়ন পেয়েছি। শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার মুসলমান, হিন্দু, খ্রিষ্টানসহ সকল ধর্মের ভাই বোনদের কাছে দোয়া প্রার্থনা করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন আগামী ১২ ফেব্রুয়ারি নিবার্চনে জয় লাভ করতে পারি।
মানুষের দোয়াই সবচেয়ে বড় শক্তি বলে তিনি উল্লেখ করে নেতা কমীর্দেরকে আল্লাহর উপর ভরসা রেখে মাঠে কাজ করার আহবান জানান।
শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, শ্রীনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ—সভাপতি আশরাফ হোসেন মিলন।
সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হায়দার আলী, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, বিএনপি নেতা শহিদুল ইসলাম কাড়াল, রফিকুল আমিন, স্বাধীন মোল্লা, মো. ইদ্রিস, আব্দুর রশিদ, মোহাম্মদ আলী, নজরুল ইসলাম নাদিম, শামীম খান প্রমুখ।
এছাড়া শ্রীনগর উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন জেমস, সদস্য সচিব মামুনুর রশিদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়সাল আহমেদ রনি, সদস্য সচিব রজিন খান, ছাত্রদলের সভাপতি আশ্রাফুল শুভ উপস্থিত ছিলেন।
মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
২৯/১২/২৫ইং
