শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে র্যাবের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক নারী মাদক কারবারি হয়েছে। ওই নারীর নাম রোকসনা বেগম (৪৯)। সে উপজেলার শ্যামসিদ্ধি এলাকার মরহুম আলাউদ্দিনের স্ত্রী।
শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার দক্ষিণ জশুরগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করেন র্যাব—১০ সদস্যরা। গ্রেফতারকৃত ওই নারী একজন পেশাদার মাদক কারবারি।
র্যাব—১০ এক বিজ্ঞপ্তিতে জানায়, বিশেষ অভিযান পরিচালনা করে জশুরগাঁও থেকে মাদকসহ রোকসনা বেগম নামে ওই নারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৭২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
১০/০১/২৬ইং
