ঢাকা—মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন আহত

 

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ঢাকা—মাওয়া—ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ষোলঘর নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় চালকসহ দুজন আহত হয়েছে। 


বুধবার বেলা পৌণে ১২টার দিকে ষোলঘর এলাকায় হাইওয়ে লেনে এঘটনা ঘটে। বাইকটির চালক আহত লোকমান হাওলাদার (২৬) ও আরোহী শহিদুলকে (২৫) উদ্ধার করে ফায়ার সার্ভিস। 


প্রত্যক্ষদশীর্রা জানান, ঢাকামুখী দ্রুতগতিরে বাইকটি ষোলঘরে এসে নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ে সড়কের রেলিংয়ে সজোরে ধাক্কা লাগে। এতে চালকসহ মোটরসাইকেল আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। 


শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ার আজাদ হোসেন জানান, খবর পেয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। বাইক চালকের বাড়ি মাদারীপুরের পূর্ব ছিলারচর। 


অপর জনের বাড়ি মাদারীপুরের মান্দ্রায় এলাকায়। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ এস এম রাশেদুল হাসান জানান, প্রাথমিক চিকিৎসা প্রদানের পর তাদেরকে ঢাকা মিডফোর্ট হাসপাতালে রেফার্ড করা হয়।







মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
০৭/০১/২৬ইং

Post a Comment

নবীনতর পূর্বতন