শ্রীনগরে র‍্যাবের অভিযানে বিদেশী পিস্তলসহ মাদক উদ্ধার

 



 
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি, ৩ বোতল ফেন্সিডিল ও ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। 


গত মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের বালাশুর ফ্যান কারখানার পূর্ব পাশে একটি পরিত্যক্ত জমি থেকে পিস্তলসহ মাদক উদ্ধার করেন র‌্যাব—১০’র সদস্যরা। র‌্যাব—১০ এক বাতার্য় এসব তথ্য নিশ্চিত করে। 


সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব—১০, সিপিসি—২, ভাগ্যকুল—শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস দল উপজেলার রাঢ়িখালের বালাশুর এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র, গুলিসহ মাদক উদ্ধার করে। পরবতীর্ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।






মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
০৭/০১/২৬ইং

Post a Comment

নবীনতর পূর্বতন