গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যু: প্রাইভেট কারের চালকসহ দুজনের শরীরে অ্যালকোহল পাওয়া গেছে

গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে আজ শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয়



পূর্বাচলে পুলিশের তল্লাশিচৌকিতে প্রাইভেট কারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার প্রাইভেট কারের চালকসহ দুজনের শরীরে অ্যালকোহল ও গাঁজার উপস্থিতি পেয়েছেন চিকিৎসকেরা। আজ শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) গ্রেপ্তার তিনজনের ডোপ টেস্ট করা হয়।

জেলা সিভিল সার্জন মশিউর রহমান প্রথম আলোকে বলেন, প্রাইভেট কারের চালক মুবিন আল মামুনের (২০) শরীরে গাঁজা ও অ্যালকোহল পাওয়া গেছে। আর আরোহীদের মধ্যে মিরাজুল করিমের (২২) শরীরে অ্যালকোহল পাওয়া গেছে। অপরজন আসিফ চৌধুরীর শরীরে অ্যালকোহল–জাতীয় কোনো কিছু পাওয়া যায়নি।


Post a Comment

নবীনতর পূর্বতন