শ্রীনগরে অটোরিক্সা ছিনতাইকালে দুজন আটক

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে অটোরিক্সা ছিনতাইকালে দুজনকে আটক করেছে স্থানীয়রা। স্থানীয়রা জাহিদ হাওলাদার (২৫) ও ইয়াসিন দিদার (১৮) নামে দুজনকে আটকের পুলিশের কাছে সোপর্দ করেন। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার তন্তর এলাকার (৯নং রোড) কুমার বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।



এলাকাবাসী  জানান, পার্শ্ববতীর্ লৌহজং উপজেলার মালিরঅঙ্ক বাজার এলাকা অটোরিক্সা ভাড়া নেয় ওই জাহিদ ও ইয়াসিন। অটোটি তন্তর ইউনিয়নের কুমার বাড়ির পাশে কেসি রোডে (৯নং রোড) আসলে অটো ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয়া দুজনকে আটক করে। উত্তম মাধ্যমের পর তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।


 
কয়েকজন অটো চালক বলেন, ৯নং রোডটিতে মাঝে মধ্যেই ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে। দিনের বেলায়ও এই সড়কে আসতে ভয় পান তারা। আটককৃত জাহিদ হাওলাদার লৌহজংয়ের হাট ভোগদীয়া গ্রামের রশিদ হাওলাদারে ছেলে। 


ইয়াসিন দিদার একই গ্রামের মোসলেম দিদারের ছেলে। আটককৃতদের দেয়া তথ্যমতে, অটো ছিনতাইকালে এলাকার কয়েকজন তাদেরকে ধরে ফেলে। 


এ সময় সোহাগ নামে তাদের একজন সহযোগী পালিয়ে যায়।


শ্রীনগর থানার অফিসার ইনচার্জ শাকিল আহ্মদ জানান, এলাকাবাসী দুজনকে অটোছিনতাইকালে আটক করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
২৬/০৩/২৫ইং 

Post a Comment

নবীনতর পূর্বতন