শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ঢাকা—মাওয়া—ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার উমপাড়ায় একটি অটোরিক্সা ও মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলে ১ নারীর মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান আরো ১ জন।
নিহত ও আহতরা অটোরিক্সার যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরই মাইক্রোবাসটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহত ওই নারীর নাম কোবায়েদা বেগম (৫৫)। সে শ্রীনগর উপজেলার বাড়ৈখালী এলাকার মো. এখলাস উদ্দিনের স্ত্রী। হাসপাতালে নেওয়ার পথে নিতহ ব্যক্তির নাম মো. মাজেদ (৪৫)।
সে একই উপজেলার আলমপুর এলাকার কাসেম আলীর ছেলে এবং ওই অটোরিক্সার চালক। আহত হলেন একই উপজেলার উমপাড়া এলাকার দেলোয়ার সিকদারের স্ত্রী আশুদা বেগম (৫৪), ও পার্শ্ববতীর্ সিরাজদিখান উপজেলার শেখরনগর এলাকার মো. শাহাদাতের ছেলে আব্দুর রহিম (৩০)।
প্রত্যক্ষদশীর্রা জানান, ঢাকা—মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন দিয়ে একটি অটোরিক্সা যাত্রী নিয়ে শ্রীনগরের দিকে আসছিল। বিপরীত দিকে থেকে আসা দ্রুতগতির মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো চ—১৩৯৭২৭) অটোরিক্সাটিকে সজোরে ধাক্কা দেয়। মুখোমুখি এই সংঘর্ষে অটোরিক্সাটি যাত্রীসহ সড়কে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে এক নারী মারা যায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ঘটনাস্থলে এক নারী মারা গেছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। আহত আশুয়া বেগমের পুত্র মো. রিফাত বলেন, তার মাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
ঢাকায় আনার সময় মাজেদ নামে একজন মারা গেছেন বলেন তিনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সিনথিয়া নূর জানান, একজন ঘটনাস্থলে মারা যান। ৩ জনকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে রেফার্ড করা হয়।
এর মধ্যে ঢাকায় নেওয়ার পথে ১ জন মারা যান বলে জানতে পেরেছি। হাঁসাড়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হক জানান, ঘটনাস্থলে একজন মারা গেছে। আহতদের ঢাকায় প্রেরন করা হয়েছে। ঢাকায় নেওয়া পথে আরো একজন মারা গেছেন কিনা জানাতে চাইলে তিনি বলেন, খবর নিয়ে দেখছি। মাইক্রোবাসের চালককে পাওয়া যায়নি। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
০৯/১২/২৫ইং

