ঢাকা—মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩ দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

 


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ঢাকা—মাওয়া—ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের কুচিয়ামোড়া ব্রিজে ও শ্রীনগর পুরাতন ফেরীঘাটে পৃথক ৩টি দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। 



এতে অন্তত ৩ জন আহত হন। বৃহস্পতিবার ভোর থেকে সকাল ১০টার মধ্যে ৩টি দুর্ঘটনা ঘটে। হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ জানান, লাশটি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে আছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


 
প্রত্যক্ষদর্শীরা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ব্রিজের ওপর মাওয়ামুখী পিকআপের পিছনে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে বাইকটির চালক রাকিব (২৪) নিহত হয়। 



সে ঢাকার ধোপখোলার মো. খলিলের ছেলে। এ সময় বাইকের আরোহী সজল নামে একজন আহত হন। তার কিছুক্ষণ পরে কুচিয়ামোড়া ব্রিজের ঢালে ঢাকামুখী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপের রেলিংয়ে ধাক্কা দিলে পিকআপটি আটকা পড়ে। 



এদিন সকাল পৌণে ১০ টার দিকে শ্রীনগর পুরাতন ফেরীঘাট এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে দাড়িয়ে থাকা ট্রাকের (ঢাকা মেট্রো ন—২০৯৬৫৬) পিছনে একটি বাস ধাক্কা দিলে শুভ (২৫)  ট্রাকটির চালক আটকা পড়ে। 



যান্ত্রিক ক্রুটির কারণে চালক শুভ ট্রাকটি সড়কের পাশে রেখে মেরামত করছিল।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা যান। 



লাশটি উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পৃথক পৃথক দুর্ঘটনায় ৩ জন আহত হন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।









মো: ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
২৭/০৬/২৫ইং

Post a Comment

নবীনতর পূর্বতন