শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারী পুরস্কার প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা নিবার্হী অফিসারের সভাকক্ষে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকতার্র কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা নিবার্হী অফিসার মো. মহিন উদ্দিন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকতার্ কান্তা পালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার্ ডাঃ জসিম উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মনোয়ারা বেগম, শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল হোসেন, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন প্রমুখ।
এদিন অদম্য নারী পুরস্কার প্রাপ্ত ৪ জন তাদের অনুভূতি ব্যক্ত করেন। পরে তাদের হাতে সন্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়।
এর আগে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে র্যালি বের করা হয়। এতে মহিলা বিষয়ক কর্মকতার্র কার্যালয়, মহিলা সংস্থাসহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা অংশ নেন।
মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
০৯/১২/২৫ইং
