শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে বিষধর সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম সেলিনা বেগম (৫০)।
সে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের কয়কীর্তন গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। গত শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে বিষধর সাপ তাকে কামড় দেয়।
স্থানীয়রা জানায়, নিজ বাড়িতে সেলিনা বেগমকে সাপে কামড় দিলে স্বজনরা তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেলিনা কেগমের পুত্র মো. ইয়াছিন জানান, ঘরের ভিতরে বেসিনে কাজ করার সময় একটি সাপ তার মায়ের পায়ে কামড় দেয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুটি ইনজেকশন দিয়ে দ্রুত মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল/ঢাকা মিডফোর্ট হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে নেওয়ার পথে আমার মা মারা যায়। স্থানীয় ইউপি সদস্য মো. রাজু জানান, শনিবার বেলা ১১ টার দিকে লাশ দাফন করা হয়।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার্ ডাঃ মো. জসিম উদ্দিন জানান, সাপে কাটা রোগীর বিষয়টি তার জানা নেই। এক প্রশ্নের জবাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের এন্টিভেনম থাকার কথা জানান তিনি।
মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
২১/০৬/২৫ইং
