ঢাকা—মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপের ধাক্কায় বাই—সাইকেল আরোহী আহত

 


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ঢাকা—মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলার ষোলঘরের ভূইচিত্র এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক কিশোর আহত হয়েছে। 



আহত কিশোর বাই—সাইকেল চালক। তার নাম জেমস মিনাকী বাড়ৈ জয় (১৫)। সে ঢাকার আগারগাঁও ৬০ফিট এলাকার জ্যাকব সরকারের পুত্র। সোমবার বিকাল পৌণে ৪ টার দিকে এক্সপ্রেসওয়ের ভূইচিত্র সার্ভিস লেনে এই ঘটনা ঘটে। 




স্থানীয়রা জানায়, ঢাকামুখী সার্ভিস লেনে একটি পিকআপ ভ্যান বাই—সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাই—সাইকেল চালক ছিটকে সড়কে পড়ে আহত হয়। পিকআপ ভ্যানটি দ্রুত পালিয়ে যায়।



শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আহত কিশোরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করেন। 





মো:ফারুক খান

শ্রীনগর,মুন্সীগঞ্জ

২২/০৯/২৫ইং  


Post a Comment

নবীনতর পূর্বতন