শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে শ্রীনগরে শারদীয় দুর্গাপূজা উদযান—২০২৫ উপলক্ষে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছে।
রবিবার সকালে উপজেলার সদর এলাকার কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেন ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন। এ সময় বিভিন্ন পূজামন্ডপ কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, আসন্ন শারদীয় দুর্গাৎসব চলাকালীন সময় অগ্নিকান্ডসহ যে দুর্ঘটনা মোকাবেলায় ও বাড়তি নিরাপত্তার জন্য পূজা মন্ডপগুলোতে অগ্নিনির্বাপক যন্ত্র (এক্সটিংগুইশার) রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। যন্ত্রটির ব্যবহার সমন্ধেও প্রশিক্ষণ দিচ্ছি।
এছাড়া প্রতিটি পূজামন্ডপে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের ফোন নম্বর (০১৯ ০১০২০৯৩৪) লেখা ব্যানার/ফেস্টুন আকারে দৃশ্যমান রাখা, দুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে দ্রুত পৌঁছার লক্ষ্যে পূজামন্ডপের গেইট/তোরণ প্রয়োজনীয় উচ্চতা ও প্রশস্ততা রেখে নির্মাণের পরামর্শ দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবছর উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন স্থানে ৮৫টি পূজামন্ডপে শারদীয় দুর্গাৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
২১/০৯/২৫ইং
