শ্রীনগরে শিক্ষার্থীদের সাঁতার প্রতিযোগিতা

 


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে বিভিন্ন বিদ্যালয় শিক্ষার্থীদের সাঁতার প্রতিযোগিতা হয়েছে। 



উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আযোজনে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে শিক্ষার্থীদের এই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 




রবিবার সকাল ১০টার দিকে উপজেলার ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুরে বালক—বালিকা বিভিন্ন ক্যাটাগরিতে সাঁতার প্রতিযোগিতা শুরু হয়। সাঁতার প্রতিযোগিতাকালীন সময় যে কোনও দুর্ঘটনা এড়াতে শিক্ষার্থীদের বাড়তি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধার টীম। 



সাঁতার প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বেবী নাহিদা, ষোলঘর অক্ষয় কুমার শশী কুমার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম তৌহিদুর রহমান ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও প্রতিযোগি ছাত্র—ছাত্রী বৃন্দ।





মো:ফারুক খান

শ্রীনগর,মুন্সীগঞ্জ

২১/০৯/২৫ইং


Post a Comment

নবীনতর পূর্বতন