শ্রীনগরে মসজিদে নামাজ চলাকালীন সময় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

 



শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে মসজিদে নামাজ চলাকালাকালীন সময় যুবদল নেতার তেতৃত্বে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ মমিন আলীর নেতৃত্বে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শ্রীনগর ছনবাড়ি থেকে চকবাজার এলাকায় এসে শেষ হয়। 



এ সময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. দেলোয়ার হোসেন, তাজুল ইসলাম, আওলাদ হোসেন উজ্জ্বল, মো. জসিম মোল্লাসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকমীর্ বৃন্দ। 


উল্লেখ্য, গত শুক্রবার একটি জানাজা নামাজে অংশগ্রহনের জন্য উপজেলার দেউলভোগ যান মীর সরফত আলী সপু ও আলহাজ মমিন আলী। জানাজা নামের পূর্বে মাগরিবের নামাজ আদায় করার জন্য নেতাকমীর্ নিয়ে দেউলভোগের একটি জামে মসজিদে যান। 



এ সময় উপজেলা যুবদলের তরিকুল ইসলামের নেতৃত্বে একটি গ্রুপ মসজিদে প্রবেশ করে মীর সরফত আলী সপু ও আলহাজ মমিন আলীর কমীর্ সমর্থকদের ওপর হামলা করে। এ ঘটনায় বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা শুরু হয়। এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরের দিকে বিপুল সংখ্যক নেতাকমীর্ বিক্ষোভ মিছিল করেন। 









মো:ফারুক খান

শ্রীনগর,মুন্সীগঞ্জ

২৯/১১/২৫ইং

Post a Comment

নবীনতর পূর্বতন