জানা যায়, শনিবার বেলা এগারটার দিকে বিএনপির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে. কর্নেল জয়নুল আবেদীন নেতা কর্মীদের নিয়ে চালাকচর বাজারে গণসংযোগ করেন। এ সময় সাবেক সংসদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুলের নেতাকর্মীরা বাধা দেয়।
এতে দুইপক্ষের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুর পর্যন্ত দফায় দফায় হামলার ঘটনায় উভয়পক্ষের ২০ জন আহত হয়। জয়নুল আবেদীনের গাড়িসহ আরও অন্তত ৩টি গাড়ি ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) জয়নুল আবেদীন বলেন, আমার শান্তিপূর্ণ প্রোগ্রামে বাধা সৃষ্টি করে বিএনপির তথাকথিত নেতাকর্মীরা। সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুলের নির্দেশে তার ভাতিজাসহ কয়েকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।
তিনি জানান, এ ঘটনায় তিনি আইনি পদক্ষেপ নেবেন।
এ বিষয়ে সাবেক এমপি সর্দার শখাওয়াত হোসেন বকুল বলেন, আমি এলাকাতেই নেই। জয়নুল সাহেব যদি এমন অভিযোগ করে থাকেন তাহলে তিনি মিথ্যা অভিযোগ করছেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, এ বিষয়ে এখনও লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে পুলিশ আইনি ব্যবস্থা নেবে
08/12/24
