Top News

'সারবাহী জাহাজে কুপিয়ে ও গলা কেটে সাতজনকে হত্যা'



সারবাহী জাহাজে কুপিয়ে ও গলা কেটে সাতজনকে হত্যা
— সমকাল পত্রিকার প্রধান শিরোনাম এটি। এই খবরটি আজ অন্যান্য পত্রিকারও প্রথম বা দ্বিতীয় শিরোনাম।

মূলত, চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে থেমে থাকা এমভি আল-বাখেরা নামক একটি সারবাহী জাহাজের সাত কর্মচারীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল সোমবার দুপুরে জাহাজটির বিভিন্ন কক্ষ থেকে পাঁচজনের রক্তাক্ত লাশ ও তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর আরও দু'জন মারা যান। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

কারা, কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে– সে রহস্য এখনও ভেদ করা যায়নি। প্রাথমিকভাবে ডাকাতির কথা বলা হলেও সেখান থেকে কিছু লুট হয়েছে কিনা, তা নিশ্চিত করতে পারেননি কেউ। জাহাজটির মালিকপক্ষ ঘটনার কারণ উদ্ঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

পুলিশ সূত্র বলছে, রোববার রাতে জাহাজটি নোঙর করা অবস্থায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা জাহাজে থাকা আটজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

এতে সেখানেই পাঁচজন মারা যান। জাহাজে হত্যার শিকার সবাই আলাদা কেবিনে ছিলেন। সেখানেই তাদের মেরে ফেলা হয়।


24/12/24


Post a Comment

নবীনতর পূর্বতন