নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মার্কেটে সমিতির অফিস দখল করে সাধারণ সম্পাদককে মারধরের অভিযোগ উঠেছে। খবর পেয়ে সমিতির সদস্যরা এগিয়ে এলে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে সমিতির অন্তত ৫ জন সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে ফতুল্লার ভুইগড় শান্তিধারা হকার্স মার্কেটে এ ঘটনা ঘটে।
এর আগে মার্কেটে অবস্থিত বাইতুল মোকারম হকার্স কল্যাণ সমিতির অফিস দখল করে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ এনে ৯ জনের বিরুদ্ধে বুধবার বিকালে ফতুল্লা থানায় অভিযোগ করেন সমিতির সাধারণ সম্পাদক জিয়া হোসেন।
অভিযোগে উল্লেখ করা হয়, রফিকুল ইসলাম, ইমাম হাসান, ইউসুফ পাটোয়ারী, রাজু শাহ, মামুন, আরমান, ইকবাল চৌধুরী, মজিবুর রহমান ও লাল মিয়াসহ তাদের বাহিনীর লোকজন জোর করে শান্তিধারা হকার্স মার্কেট দখল করে দোকান বরাদ্দ দেওয়ার চেষ্টা করছে। বিষয়টি মার্কেটের অন্যান্য দোকানদার অর্থাৎ সমিতির সদস্যরা সমিতির সাধারণ সম্পাদক জিয়া হোসেনকে জানালে তিনি জোর দখলকারীদের বাধা দেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে গত মঙ্গলবার বিকালে রফিকুল ইসলাম ও তার লোকজন এসে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে সমিতির সাধারণ সম্পাদক জিয়া হোসেনসহ সদস্যদের বের করে দিয়ে সমিতির অফিস কক্ষে তালা লাগিয়ে দেয়। বিষয়টি পরদিন বুধবার জিয়া হোসেন ফতুল্লা থানায় লিখিত অভিযোগ করেন।
জিয়া হোসেন জানান, থানায় অভিযোগ করার পর তাৎক্ষণিক পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় বৃহস্পতিবার বিকালে সমিতির সদস্যদের নিয়ে মার্কেটে যাই। এ সময় জবরদখলকারীরা দেশীয় অস্ত্র হাতে আমাদের ওপর হামলা চালায়। তখন আমার মাথায় কোপ দেয় এবং সদস্যদের অনেককে বেদম মারধর করে। আমাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা কোথায় চিকিৎসা নিয়েছেন এখনো জানতে পারিনি।
দখলকারীদের মধ্যে ইমাম হাসান বলেন, মারধর বা সমিতির অফিস দখলের বিষয়ে কিছুই জানি না। সবই মিথ্যা। তবে সংঘর্ষ হয়েছে তা শুনেছি।
05/12/24
