পাকিস্তানের গণমাধ্যমে যেভাবে এসেছিল বাংলাদেশের মুক্তি সংগ্রামের খবর

 

শেখ মুজিবুর রহমান



পাকিস্তানের ইতিহাসে অত্যন্ত কঠিন এক মুহূর্ত ছিল ১৯৭১ সালের সংকট। ঢাকার দখল হারানোকে 'ঢাকা পতন' বা 'পূর্ব পাকিস্তানের পতন' বলা হয় দেশটির গণমাধ্যমে।

আদ্রিস বখতিয়ার, সে সময় পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনালের (পিপিআই) নিউজ রুমে কাজ করছিলেন। সেদিন টেলিপ্রিন্টারে তিন লাইনের একটি খবর পড়ে স্তম্ভিত হয়ে যান, অসাড় হয়ে আসে তার হাত-পা।

খবরটিতে বলা হয়েছিল, পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল আমীর আবদুল্লাহ খান নিয়াজি এবং ভারতীয় জেনারেল জগজিৎ সিং অরোরার মধ্যে একটি চুক্তি হয়েছে, যার মাধ্যমে নিয়াজি তার সৈন্যদের নিয়ে আত্মসমর্পণ করেছেন।

আদ্রিস খবরটি পড়ে কাঁদতে শুরু করেন। নিউজ এডিটরের সামনে খবরটি রাখলে তিনিও এক নজর দেখেই মাথা নিচু করে ফেলেন।

এরপর আদ্রিস দাঁড়ানো অবস্থা থেকে মাটিতে বসে পড়েন। তার চোখ বেড়ে তখন অশ্রু গড়িয়ে পড়ছিলো। তিনি চাননি কেউ তাকে এই অবস্থায় দেখুক।

ঢাকায় পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ঘটনা স্মরণে যখনই করাচি ইউনিয়ন অফ জার্নালিস্টসের অফিসে মানুষের সমাবেশ হতো, আদ্রিস বখতিয়ারের সেদিনের ঘটনাটি মনে করতেন এবং বিষাদভরা কণ্ঠে সাংবাদিকদের সঙ্গে সে সময়ের কথা শেয়ার করতেন।

ইদ্রিস বখতিয়ার, যিনি সম্প্রতি মারা গেছেন, সেই দিনটিকে স্মরণ করে বলতেন, "পাকিস্তানের মানুষের সামনে এই খবর কীভাবে তুলে ধরবে তা চিন্তা করে কেবল কাঁদছিলাম। আর আমাদের নিউজ এডিটর, যার অনুমতি ছাড়া কোনও খবর প্রকাশিত হতো না, তিনি হাতের ওপর হাত রেখে বসেছিলেন যেন তার আর কিছুই করার নেই।"

১৯৭১ সালের ১৭ই ডিসেম্বর দৈনিক নওয়াই ওয়াক্ত রাওয়ালপিন্ডিতে প্রকাশিত একটি খবরের ক্লিপিং, যেখানে যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল

ছবির উৎস,Farooq Adil

ছবির ক্যাপশান,১৯৭১ সালের ১৭ই ডিসেম্বর দৈনিক নওয়াই ওয়াক্ত রাওয়ালপিন্ডিতে প্রকাশিত একটি খবরের ক্লিপিং, যেখানে যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল


16-12-24

Post a Comment

নবীনতর পূর্বতন