রাজনীতির ময়দান হোক বা খেলার মাঠ, ভারতের জন্য ঘটনাবহুল ছিল হয়েছে ২০২৪ সাল। দেশের ভেতরে লোকসভা নির্বাচন, নাগরিকত্ব সংশোধনী বিল (সিএএ) কার্যকর হওয়া নিয়ে যেমন উত্তেজনা ছড়িয়েছে, তেমনি কানাডা, মালদ্বীপ ও বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে আন্তর্জাতিক ক্ষেত্রেও আলোড়ন সৃষ্টি হয়েছে।
গুজরাট দাঙ্গার সময় বিলকিস বানোর গণধর্ষণ এবং তার পরিবারের সদস্যদের হত্যার মামলায় সাজাপ্রাপ্তদের বিষয়ে গুরুত্বপূর্ণ রায় দেয় ভারতের সুপ্রিম কোর্ট।
আবার শীর্ষ আদালতের রায়েই বাতিল হয় বেনামে রাজনৈতিক দলগুলোকে আর্থিক অনুদান দেওয়ার জন্য ব্যবহৃত নির্বাচনি বন্ড।
একদিকে যেমন এক দশক পর জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হয়, অন্যদিকে দফায় দফায় উত্তপ্ত ওঠে মণিপুর।
সব মিলিয়ে কেমন কেটেছে ভারতের ২০২৪ সাল, তার কিছুটা দেখে নেওয়া যেতে পারে।
01/01/25
