শ্রীনগর, (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর বাজারে প্রবাসীর উপর হামলা ও লুটের ঘটনা ঘটেছে।রবিবার ১৯ জুলাই সকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শেখ নাসির উদ্দীনের সাথে এমন ঘটনা ঘটে।
আহত শেখ নাসির উদ্দীন( ৬০) ষোলঘর মৃধাপাড়ার মৃত হাসমত আলীর ছেলে এবং সে দীর্ঘদিন যাবত দুবাইয়ে কাজে করেন। আহত নাসির উদ্দীন ও পত্যক্ষ দর্শীদের বরাতে জানা যায়, সকাল ১১ টার দিকে নাসির উদ্দীন বাজার করার উদ্দেশ্য ষোলঘর বাজারে যান, সে ষোলঘর বাজারের সব্জি বিক্রির জায়গায় গিয়ে করলার দরদাম করে।
এবসময় বিক্রেতা মামুন, নাসির উদ্দীনের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন।এবং এক পর্যায়ে আক্রমনাত্মক হয়ে নাসির উদ্দীনের উপর অতর্কিত হামলা চালান, তার এলোপাতাড়ি মারধরে নাসিরউদ্দিনের নাক ভেঙে শরীরের জামাকাপড় রক্তে মেখে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ফলে মাটিতে লুটিয়ে পরেন।
মারধরের এক পর্যায়ে মামুন নাসির উদ্দীনের পকেটে থাকা আনুমানিক এক লক্ষ টাকা ও তার গলায় ব্যাবহৃত ১ ভরি ওজনের স্বর্নের চেইন নিয়ে সটকে পড়ে।এ সময় নাসিরের চিৎকারে বাজারে থাকা লোকজন মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। এলাকাবাসী ও বাজারের দোকানিদের মাধ্যমে জানা যায় মামুন ( ৩৩) ষোলঘর ১নং ওয়ার্ডের সমষাবাদ লঞ্চগাট এলাকার আমুত্তর ছেলে।সে ও তার আত্মীয়স্বজন এলাকায় নানা অপকর্ম ও প্রভাব বিস্তার করে চলে।সে অপরাধমূলক কাজের পাশাপাশি মাঝে মধ্যে বিভিন্ন জায়গা থেকে সব্জি সংগ্রহ করে তা ষোলঘর বাজারে অস্থায়ী ভাবে বসে বিক্রি করে।
এ হামলার ঘটনায় আহত নাসির উদ্দীনের ভাতিজা মোঃ আলী হোসেন বাদি হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।এ বিষয়ে ষোলঘর ১নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকের কাছে জানতে চাইলে তিনি জানান, তিনি একটি কাজে ঢাকায় আছেন, ষোলঘর বাজারে মারধরের ঘটনা শুনেছেন।
কে বা কারা মারামারি করেছে তা তিনি জানেননা।বিষয়টি জানতে অভিযুক্ত মামুনকে ফোন দিলেও তাকে পাওয়া যায়নি। ষোলঘর বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি রুহুল মেম্বারের কাছে জানতে চাইলে তিনি জানান, বিষটি শুনে আমি ততক্ষণাত বাজারে গিয়ে মামুনকে খোঁজাখুজি করে পাইনি।
আহত কে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে জানতে পেরেছি।ষোলঘর বাজার কমিটি এ বিষয়ে পদক্ষেপ গ্রহন করবে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই সাইফুল বলেন, হামলার ঘটনায় আহতের ভাতিজা বাদি হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করেছেন।বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যাবস্তা নেয়া হবে।
মো:ফারুক খান
শ্রীনগর মুন্সিগঞ্জ
১৯/০১/২৫ইং
