সদ্য যে বছরটি শেষ হল, সেই ২০২৪ সালে ভারতের বেশির ভাগ প্রতিবেশী দেশেই রাজনৈতিক উথাল-পাথাল ঘটেছে। এমন কিছু ঘটনাও হয়েছে কয়েকটি দেশে, যার ফলে ভারতের সঙ্গে সেই দেশগুলির দ্বিপাক্ষিক সম্পর্কে এসেছে টানাপোড়েন।
বাংলাদেশ থেকে মালদ্বীপ – ভারতকে সমস্যায় পড়তে হয়েছে বেশ কয়েকটি জায়গায়। অন্য দিকে অবশ্য চীনের সঙ্গে সীমান্ত বিবাদ নিয়ে অগ্রগতিও দেখা গেছে।
নরেন্দ্র মোদী যখন ২০১৪ সালে প্রথমবার ভারতের প্রধানমন্ত্রীর পদে শপথ নেন, তখন প্রায় সব প্রতিবেশী দেশের সরকারপ্রধানরাই ভারতে এসেছিলেন।
শপথ গ্রহণের পর থেকে গোড়ার দিকে কয়েক বছর মি. মোদী শুধুই প্রতিবেশী দেশগুলিতেই সফর করেছিলেন। তা থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে ভারতের বিদেশনীতিতে প্রতিবেশী দেশগুলিকেই সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হবে।আনুষ্ঠানিকভাবে ওই নীতিকে 'নেইবারহুড ফার্স্ট' বা 'প্রতিবেশীই প্রথম' নাম দেওয়া হয়। তবে এই নীতির প্রথম ধারণাটা এসেছিল ২০০৮ সালেই।
আফগানিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার জন্য এই নীতি তৈরি করা হয়েছিল।