যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় নববর্ষ উদযাপনে সমবেত মানুষের ভিড়ে গাড়ি চালিয়ে ১০ জনকে হত্যার ঘটনা ঘটেছে।
মারা গেছেন গাড়ির চালকও। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
লুইজিয়ানার নিউ অরলিন্স শহরে মঙ্গলবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে।
এতে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু'জন পুলিশ সদস্যও রয়েছেন। তারা অভিযুক্ত চালকের গুলিতে আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
পুলিশের ধারণা, আহতদের বেশিরভাগই স্থানীয় বাসিন্দা।
নিউ অরলিন্স শহরের ঘটনাস্থল ফ্রেঞ্চ কোয়ার্টার এলাকাটি দর্শনার্থীদের কাছে বেশ জনপ্রিয়। সেখানকার বোরবন স্ট্রিটে বর্ষবরণে জড়ো হয়েছিলেন অনেকে।
সেই ভিড়ের মধ্য দিয়ে বেপরোয়া গাড়ি চালিয়ে দেন অভিযুক্ত চালক। পরে তিনি অস্ত্র উঁচিয়ে গুলি ছোড়েন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়।
01/01/25
