বেক্সিমকোর কারখানা খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ, আগুন ও রাস্তা অবরোধ

রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে শ্রমিকদের বিক্ষোভ


বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি বন্ধ কারখানা চালুর দাবিতে প্রায় তিন ঘণ্টা ধরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিক-কর্মচারীরা।

স্থানীয় সাংবাদিকদের পাঠানো কিছু ছবিতে বেশ কিছু যানবাহনে আগুন ও ভাঙচুর করে বিক্ষোভ করতে দেখা যায় শ্রমিকদের।

চন্দ্রা-কালিয়াকৈর এলাকায় এসব বিক্ষোভের ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করে।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার একে এম জহিরুল ইসলাম বিবিসি বাংলাকে শ্রমিক বিক্ষোভের এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, “বিকেল পাঁচটা থেকে শুরু করে ওই এলাকায় সড়ক অবরোধ করছে শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ”।

স্থানীয় সাংবাদিক নাজমুল হোসেন বিবিসি বাংলাকে বলেছেন, বুধবার বিকালে তারা চন্দ্রা-নবীনগর মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বেক্সিমকোর বন্ধ কারখানা খুলে দেওয়া ছাড়াও ব্যাংকিং ব্যবস্থা পুনরায় চালু করা, এলসি খোলা এবং বকেয়া পরিশোধ করারও দাবি জানান শ্রমিকরা।

বন্ধ কারখানা আগামী ২৪ ঘণ্টার মধ্যে চালুরও দাবি জানান তারা।

এর আগে গত ১৫ই ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

এরপর থেকেই শ্রমিকেরা কয়েকদিন ধরে কারখানা খুলে দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছিলেন।

এসব বিষয়ে আগামীকাল ঢাকায় সংবাদ সম্মেলন করার তথ্য জানিয়েছে বেক্সিমকো গ্রুপ।


22/01/25

Post a Comment

নবীনতর পূর্বতন