ঢাকা—মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের নারী আরোহী নিহত

 


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ঢাকা—মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে অজ্ঞাত বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু হয়েছে। 


এ সময় বাইকটির চালক গুরুতর আহত হয়। শনিবার বেলা পৌণে ১২টার দিকে এক্সপ্রেসওয়ের হাঁসাড়া এই ঘটনা ঘটে। তাৎক্ষনিক নিহত নারী ও আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। 


প্রত্যক্ষদশীর্রা জানান, উপজেলার হাঁসাড়ায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে অজ্ঞাত একটি বাস পিছন থেকে চলন্ত বাইকটিকে (ঢাকা মেট্রো ল—৬৪৯২০১) ধাক্কা দিলে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপের রেলিংয়ের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে বাইকের নারী আরোহী নিহত হন। 


খবর পেয়ে ফায়ার সার্ভিস কমীর্রা ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করেন। এছাড়া গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এক্সপ্রেসওয়ের চালতিপাড়া প্রাইভেটকার একটি কাবঅর্ড ভ্যানকে ধাক্কা দিলে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণে হারিয়ে ৪ জন আহত হয়।



শুক্রবার সকাল ৯টার দিকে হাঁসাড়া এক্সপ্রেসওয়ে লেনে একপি পিকআপ ভ্যান ইল্টে ১ জন আহত হন। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, বাইকের আরোহী নারী ঘটনাস্থলে মারা গেছে। 



আহত চালককে ঢাকা হাসপাতালে পাঠানো হয়। হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।







মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
২৪/০৫/২৫ইং

Post a Comment

নবীনতর পূর্বতন