Top News

শ্রীনগরে জায়গা দখল চেষ্টার অভিযোগ


 

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে উপজেলার তন্তর ইউনিয়নের পানিয়া গ্রামে একটি হিন্দু পরিবারের জায়গা দখল চেষ্টার অভিযোগ উঠেছে। 


পানিয়া গ্রামের জতিন্দ্র দাসের মেয়ে শিল্পী দত্ত বাদী হয়ে একই গ্রামের মো. জুয়েল শেখের বিরুদ্ধে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 


স্থানীয় সূত্রে জানা গেছে, পানিয়া গ্রামের আক্কাছ শেখের ছেলে জতিন্দ্র দাসের কাছ থেকে একটি দাগের সম্পত্তি ক্রয় করে। এনিয়ে গত ১৮ জুন সকালে জুয়েল শেখ লোকজন নিয়ে জতিন্দ্র দাসের বসত বাড়ির জায়গা বেড়া দেয়া শুরু করে। 


এনিয়ে সনাতন পরিবারের লোকজন বাঁধা দিলে উত্তেজনার সৃষ্টি হয়। 
খোঁজ নিয়ে জানা যায়,  তন্তর এলাকার পানিয়া মৌজায় আরএস ৩১০নং দাগে সম্পত্তির পরিমান ৮২ শতাংশ। জতিন্দ্র দাসগং ৫০.৮৩ শতাংশ জমির মালিক। এর মধ্যে জায়গার মালিক দুই বারে মোট ২৪.৮৩ শতাংশ জায়গা বিক্রি করেন জুয়েল শেখের কাছে। 


জতিন্দ্র দাসের ছেলে দিলীপ চন্দ্র দাস বলেন, বিক্রিত জায়গার মধ্যে সর্বশেষ ৮.৮৩ শতাংশ জমি জুয়েল শেখকে বুঝিয়ে দেওয়া হয়। 


অথচ জুয়েল শেখগং আমাদের বসতবাড়ির ভরাট জায়গা দখলের চেষ্টা করছে। গত বুধবার মুন্সীগঞ্জ কোর্টে পিটিশন মামলা দায়ের করি। 



ভুক্তভোগী জতিন্দ্র দাসের মেয়ে শিল্পী দত্ত বলেন, পুকুরের জায়গা বাদ দিয়ে আমাদের বাড়ির জায়গা দখল করতে আসে তরা। বাঁধা দিলে আমার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারতে আসে। প্রাণনাশের হুমকি প্রদান করে। 



বাড়ি থেকে গরু নিয়ে যাওয়ার কথা বলে। আমাদের বাহিরে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ার হুমকি দেয় জুয়েল শেখগং। পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করি।


স্থানীয় ইউপি সদস্য মো. সাজ্জাদ জানান, ৬/৭ মাস আগে গণ্যমান্য ব্যক্তিবর্গরা মিলে উভয় পক্ষকে নিয়ে জায়গা বুঝিয়ে দেওয়া হয়েছিল। এখন ওই জায়গা নিয়ে কেউ রিরোধের সৃষ্টি করে থাকলে বিষয়টি আমার জানা নেই।  


মো. জুয়েল শেখ বলেন, ক্রয়কৃত জায়গা আমাকে যেভাবে পারে তারা বুঝিয়ে দেউক। যে জায়গা নিয়ে মামলা চলমান আছে ওই জায়গায় আমি যাব না।


 
অভিযোগটির তদন্তকারী কর্মকতার্ ও শ্রীনগর থানার সাব—ইন্সপেক্টর মো. আলমগীর জানান, ঘটনাস্থলে গিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বলে এসেছি।


অভিযোগটির বাদীর ভাই দিলীপ চন্দ্র দাস গত বুধবার বিজ্ঞ—আদালতে ১৪৫ ধারায় ফৌজদারি মামলা দায়ের করেছেন। তাদেরকে বলছি আইন মেনে চলতে। ওই জায়গায় যাতে কেউ না যায়।    







মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
১৯/০৬/২৫ইং

Post a Comment

নবীনতর পূর্বতন