শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি :শ্রীনগরে বিনামূল্যে দেশী জাতের বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালের উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গাছের চারা, বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি পূনর্বাসন বাস্তাবায়ন কমিটির সভাপতি মো. মহিন উদ্দিন।
উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণকালে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাইনউদ্দিন সাআদ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার ও উপকারভোগী কৃষক গণ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪—২০২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে প্রণোদনার কর্মসূচির আওতায় নারিকেল, তাল, গ্রীষ্মকালীন উফসী জাতের শাক—সবজি, আম, জাম, কাঁঠাল, নিম ও বেল জাতের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র—ছাত্রী, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে এসব গাছ চারা ও প্রয়োজনীয় সার প্রদান করা হয়।
মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
২৬/০৬/২৫ইং
