শ্রীনগ (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ঢাকা—মাওয়া—ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু উত্তর থানা এলাকার খানবাড়িতে একটি যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
শনিবার রাত পৌণে ৯টার দিকে ঢাকামুখী হাইওয়ে লেনের খানবাড়ি চৌরাস্তায় এঘটনা ঘটে। শ্রীনগর ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে। আহতরা হলেন মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানের শরিফ (৪০), সাদিয়া (২৮), রাইস (৮), সাজিদ (৩), স্নেহা (১৫), আখি (৪০), হারুন (৫৫), রহিম (৬৫), রাফি (২৫), নিলয় (২২)। এঘটনায় কিছুক্ষণের জন্য সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।
হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, সড়ক থেকে গাড়ি সরিয়ে নেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়রা জানান, রাতে খানবাড়িতে সেবা গ্রীন লাইন পরিবহণের একটি চলন্ত বাসের পিছনে পিকআপ ভ্যানটি ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক রেলিংয়ের সাথে ধাক্কা খায়।
পিকআপটি উল্টে যায়। এতে বাস ও পিকআপ ভ্যানে থাকা ১০ জন আহত হন। প্রত্যক্ষদশীর্দের দাবী পিকআপ ভ্যানটির ভুলের কারণে এদুর্ঘটনা সংঘটিত হয়। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়।
মো: ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
১১/০১/২৬ইং
