সাংবাদিক সৈকত সাদিকের পিতা সাদেক আলী আর নেই

 


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: বাংলাভিশন টেলিভিশনের স্টাফ রিপোর্টার সৈকত সাদিকের পিতা সাদেক আলী (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.....রাজিউন)। 



তিনি রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার শহীদ সোহরাওয়াদীর্ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মরহুম সাদেক আলী এক সময় বিএডিসিতে চাকুরী করতেন।তিনি মৃত্যুকালে স্ত্রী, ৪ পুত্র, ৩ কন্যা সন্তানসহ বহু আত্মীয়—স্বজন রেখে গেছেন। 


রবিবার বাছ আছর মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখর নগর দক্ষিণ হাটি গ্রামের স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।


 
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ—১ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ, মুন্সীগঞ্জ—বিক্রমপুর সাংবাদিক ফোরামের সভাপতি ও এটিএন নিউজ এডিটর শাহাদাত রানা, ফোরামের সহ—সভাপতি জাহাঙ্গীর খান বাবু, সিরাজদিখান প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ বাবুল, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মো. আরিফ হোসেন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ। 


 
ঢাকাস্থ মুন্সীগঞ্জ—বিক্রমপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক সৈকত সাদিক জানান, তার বাবা সাদেক আলী দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগ ভুগছিলেন। সে সকালে মৃত্যুবরণ করেন। বাদ আছর জানাজা নামজ শেষে শেখর নগর দক্ষিণ হাটি জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয়। পরিবারের পক্ষ থেকে পিতার রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চান।









মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
১১/০১/২৬ইং

Post a Comment

নবীনতর পূর্বতন