Top News

শ্রীনগর প্রেস ক্লারে সাংবাদিক জুয়েলের আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা

 

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের প্রয়াত সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি মীর বাছির উদ্দিন জুয়েল (৫২) এর রুহের মাগফিরাত কামনায় শ্রীনগর প্রেস ক্লাবের আয়োজনে স্মরণ সভা ও দোয় মাহফিল হয়েছে। বৃহস্পতিবার বাদ আছর শ্রীনগর প্রেস ক্লাব মিলনায়তনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


 
শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মো. আরিফ হোসেনের সভাপতিত্বে ও কার্যকরী সদস্য মুজিব রহমানের সঞ্চালনায় স্মরণ  সভায় স্বাগত বক্তব্য রাখেন শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল, সহ—সভাপতি মো. শাজাহান খান, সাবেক সহ—সভাপতি মো. শফিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রয়েল,  ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. নাজমুল খান সুজন।



 
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ—সম্পাদক মীর রাতুল, সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সিপু, কর্যকরী সদস্য উজ্জ্বল দত্ত, সদস্য আমিনুল ইসলাম মাসুম, হামিদুল ইসলাম লিংকন, খান রাজু আহমেদ, তাইজুল ইসলাম উজ্জ্বলসহ অন্যান্য সাংবাদিক বৃন্দ। 



স্মরণ সভা শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন শ্রীনগর প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মাওলানা মনীরুল ইসলাম।


 
উল্লেখ, গত রবিবার দিবা গত রাত দেড়টার দিকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সাংবাদিক মীর বাছির উদ্দিন জুয়েল কিচিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে মুন্সীগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিক মহলে শোকের ছাঁয়া নেমে আসে।












মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
১৫/০১/২৬ইং

Post a Comment

নবীনতর পূর্বতন