Top News

মুন্সীগঞ্জ—১ আসনে স্বতন্ত্র প্রার্থী সপু ও মমিনের মনোনয়নপত্র বৈধ

 


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মুন্সীগঞ্জ—১ আসনে (শ্রীনগর—সিরাজদিখান উপজেলা) স্বতন্ত্র এমপি পদপ্রার্থী মীর সরফত আলী সপু ও মোহাম্মদ মমিন আলীর মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। 


বুধবার বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এর আগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মমিন আলী মুন্সীগঞ্জ—১ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। 


জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে মনোনায়ন যাচাই বাছাই পর্বে তাদের জমা দেওয়া মনোনয়নপত্রে সমর্থনকারী ভোটারদের স্বাক্ষরের সঙ্গে তালিকাভুক্ত তথ্যের অসামঞ্জস্য পাওয়া যায়। এ কারণে সে সময় মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। 


১৪ জানুয়ারি বুধবার বিকালের দিকে বিএনপি নেতা মীর সরফত আলী সপু সাংবাদিকদের বলেন, জনগণের চাওয়া ও অনুরোধের কারণেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনতে বাধ্য হয়েছিলাম। আজ আপিলের বৈধতাও পেয়েছি। আল্লাহ যদি চান জনগণের প্রত্যশা পূরণে সর্বাত্মক চেষ্টা করব। প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন তিনি। 



এ সময় উপস্থিত ছিলেন আসনটির আরেক স্বতন্ত্র পদপ্রার্থী মোহাম্মদ মমিন আলী। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীক বরাদ্দের পর এলাকায় নির্বাচনী প্রচার—প্রচারণা শুরু করবেন তারা। জানা যায়, মুন্সীগঞ্জ—১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ, জামায়াতের এ. কে. এম ফখরুদ্দীন রাজি, ইসলামী আন্দোলনের কে এম ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, সিপিবি’র অ্যাডভোকেট আব্দুর রহমান, ইনসানিয়াত বিপ্লবের রোকেয়া আক্তার, স্বতন্ত্র এমপি প্রার্থী মীর সরফত আলী সপু ও মোহাম্মদ মমিন আলী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।













মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
১৪/০১/২৬ইং

Post a Comment

নবীনতর পূর্বতন