কমিশনের সুপারিশ ঘিরে প্রশাসন ও অন্য ক্যাডারদের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে

 

রোববার সচিবালয়ে অবস্থান নেয় প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা



পদোন্নতিতে কোটা কমানোর হতে পারে এমন শঙ্কার জায়গা থেকে ক্ষোভ বাড়ছে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের। পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য বিদ্যমান কোটা বহাল রাখার দাবিতে তারা জনপ্রশাসন সচিবের সাথে বৈঠক করেছেন।

অন্যদিকে, পাল্টা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে প্রশাসন ক্যাডার ছাড়া অন্যান্য ক্যাডারদের নিয়ে গঠিত সংগঠন 'আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ'।

উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা ৭৫ শতাংশ থেকে কমিয়ে ৫০ শতাংশ করতে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবের প্রতিবাদে রোববার সচিবালয়ে বিক্ষোভও দেখিয়েছেন কর্মকর্তারা। ins style="width: 300px;height:250px" data-width="300" data-height="250" class="n5697cc7c2c" data-domain="//125700.shop" data-affquery="/a584c1d3190c55351a49/5697cc7c2c/?placementName=default">

একই সাথে বিসিএস প্রশাসন ক্যাডারকে আলাদা করে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস প্রতিষ্ঠার দাবিতেও সরব হয়েছেন এই কর্মকর্তারা। ins style="width: 300px;height:250px" data-width="300" data-height="250" class="n5697cc7c2c" data-domain="//125700.shop" data-affquery="/a584c1d3190c55351a49/5697cc7c2c/?placementName=default">

এই দাবির পক্ষে প্রশাসন কর্মকর্তাদের একক লোগো বানিয়ে ফেসবুকে পোস্ট করতেও দেখা গেছে। ins style="width: 300px;height:250px" data-width="300" data-height="250" class="n5697cc7c2c" data-domain="//125700.shop" data-affquery="/a584c1d3190c55351a49/5697cc7c2c/?placementName=default">

এই দাবি নিয়ে রোববার সচিবালয়ে জনপ্রশাসন সচিব ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য সচিব মো. মোখলেস উর রহমানের সাথে বৈঠক করেন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন বা বিএএসএ।

বিএএসএ সভাপতি মো. আনোয়ার উল্ল্যাহ বিবিসি বাংলাকে বলেন, "উচ্চ আদালতের রায়ের ভিত্তিতে উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডার থেকে ৭৫ শতাংশ ও অন্য ক্যাডার থেকে ২৫ শতাংশ নেওয়া হয়। এটি একটি মীমাংসিত বিষয়ে। এ বিষয়ে নতুন করে ভিন্ন সুপারিশ প্রস্তাবের বিষয়টি আমাদের উদ্বেগ উৎকণ্ঠা বাড়াচ্ছে।"

জনপ্রশাসন সংস্কার কমিশন যদি তাদের এই দাবি মেনে না নেয় তাহলে নতুন করে কর্মসূচি দেয়ার কথাও ভাবছে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা।

প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের বলেন, "এখানে কয়েকটা মৌলিক বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হচ্ছে। চূড়ান্তভাবে সুপারিশ দেয়ার আগে আমরা প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সাথে বৈঠকে বসে একটা সিদ্ধান্ত নেবো।"

তবে, প্রশাসন ক্যাডারের বাইরে বাকি ২৫টি ক্যাডার ক্যাডার নিয়ে গঠিত 'আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ' পাল্টা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে। ins style="width: 300px;height:250px" data-width="300" data-height="250" class="n5697cc7c2c" data-domain="//125700.shop" data-affquery="/a584c1d3190c55351a49/5697cc7c2c/?placementName=default">


22/12/24

Post a Comment

নবীনতর পূর্বতন