বাংলাদেশে আবারো রোহিঙ্গা ঢলের শঙ্কা কতটা?


 ২০১৭ সালে রাখাইনে মিয়ানমারের সামরিক অভিযানের পর বাংলাদেশে আশ্রয় নেয় আট লাখের বেশি রোহিঙ্গা


সীমান্তে 'দুর্নীতির কারণে' রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটার কথা স্বীকার করলেও রাখাইন থেকে নতুন করে 'রোহিঙ্গা ঢলের' আশঙ্কা নাকচ করে দিয়েছে বাংলাদেশ। 

এদিকে বিবিসি বার্মিজ বিভাগ জানিয়েছে রাখাইনের পার্শ্ববর্তী চিন রাজ্যের কানপেটলেট শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে রাজ্য প্রশাসনের মিলিটারি কাউন্সিল বা সেখানকার সরকারি বাহিনী।

আজ রবিবার দুপুরে মিলিটারি কাউন্সিলের সৈন্যদের প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে জানাচ্ছে তারা।

গত ২২শে ডিসেম্বর মিয়ানমারের চিন রাজ্যের এই গোষ্ঠীটি কানপেলেট শহর দখলের ঘোষণা দিয়ে লড়াই শুরু করেছিলো।

ওদিকে গত শুক্রবার রাখাইনে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন পশ্চিমাঞ্চলীয় সামরিক কমান্ডের পতনের পর সেখানকার আন শহরের পূর্ণ নিয়ন্ত্রণ এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে বলে তারা আবারো দাবি করেছে।

এমন পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার মিয়ানমারের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা ও সীমান্তবর্তী দেশগুলোর করণীয় বিষয়ে এক জরুরি অনানুষ্ঠানিক সভা হয় থাইল্যান্ডে। এ বৈঠকে যোগ দিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী, যিনি একই সঙ্গে দেশটির উপপ্রধানমন্ত্রীও। ভারত, চীন, লাওস ও কম্বোডিয়ার প্রতিনিধিরাও এই সভায় অংশ নেয়।

মিয়ানমারে ২০২১ সালে বেসামরিক সরকার উৎখাত করে সামরিক শাসন জারি হয়। এরপর থেকেই ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ শেষ পর্যন্ত সশস্ত্র বিদ্রোহে রূপ নিয়েছে।

জান্তা বিরোধী থ্রি বাদারহুড অ্যালায়েন্সের একটি হলো আরাকান আর্মি। ২০২৩ সালের অক্টোবরে এ জোট রাখাইনে ব্যাপক হামলা শুরু করে। এরপর থেকে বিদ্রোহী গোষ্ঠীটি একের পর এক জয় পেয়েছে।

এ সংঘাতের কারণে গত কয়েকমাসে অন্তত আশি হাজার রোহিঙ্গা বিভিন্ন পথে বাংলাদেশে এসেছে বলে সম্প্রতি কায়রো সফরে গিয়ে এক বৈঠকে বলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আরও রোহিঙ্গা বিভিন্ন পথে আসছে এবং রাখাইনের পরিস্থিতির কারণে সামনে রোহিঙ্গা অনুপ্রবেশ ব্যাপক হতে পারে বলেও বিভিন্ন মহল থেকে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

মিয়ানমার বিষয়ে অভিজ্ঞ নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম বিবিসি বাংলাকে বলছেন তিনিও সামনে আরও রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা করছেন। 

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অবশ্য বলেছেন বাংলাদেশে আরেকটি ঢল আসবে বলে তিনি মনে করেন না।


22/12/24


Post a Comment

নবীনতর পূর্বতন