শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা অনুষ্ঠান মালার আয়োজন করে। সোমবার সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে ইউএনও মো. মহিন উদ্দিনের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পর্যায়ক্রমে শ্রীনগর থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীনগর প্রেসক্লাব, শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন, উপজেলা বিএনপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা প্রাঙ্গণে বিজয় মেলা-২০২৪’র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন।
এদিন বিভিন্ন শ্রেণি পেশার মানুষের আগমণে বিজয় মেলা উৎসবমূখর হয়ে উঠে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শ্রীনগর মুন্সিগঞ্জ
১৬/১২/২৪ইং
