ভস্মীভূত ঘরের জায়গায় দাঁড়িয়ে কথা বলছিলেন মার্জেল ত্রিপুরা
বড়দিনের আগের রাতে অর্থাৎ মঙ্গলবার রাতে বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে ত্রিপুরাদের ১৭টি বসতি আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনা নিয়ে বাংলাদেশের পাশাপাশি ভারতের গণমাধ্যম আর সামাজিক মাধ্যমেও আলোচনা চলছে।
ইতোমধ্যে ওই ঘটনার নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এই ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার হয়েছেন চারজন।
এখন ঘটনার পেছনে ঠিক কী কারণ তা নিয়ে নানাবিধ প্রশ্ন উঠছে। উঠে আসছে জমি দখল এবং চাঁদাবাজির মত বিষয়।
তবে, সব ছাপিয়ে অভিযোগের আঙ্গুল উঠছে কথিত এক এসপি বাগানের দিকে, যার সাথে জড়িয়ে আছে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের নাম।
'গুরুতর মানবাধিকার লংঘনমূলক কাজে জড়িত থাকার' অভিযোগে ২০২১ সালে বেনজীর আহমেদসহ র্যাবের এর ছয়জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।
কিন্তু এই ঘটনায় এসপি বাগান এবং বেনজীর আহমেদের নাম কেন আসছে?
26/12/24
