ঢাকা-মাওয়া একাসপ্রেসওয়েতে ট্রাকের পিছনে ট্রাকের ধাক্কায় নিহত ১ 



শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে দাড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের পিছনে অপর ট্রাকের ধাক্কায় হাফিজুর 
রহমান (৪০) নামে একজন চালক নিহত হয়েছে। 



সে সাতক্ষিরা জেলার কালিগঞ্জের বাগড়া এলাকার আব্দুল মজিদের ছেলে। এ সময় একই এলাকার 
নাজমুল ইসলামের ছেলে ট্রাকটির হেলপার আবুল কালাম (৪৫) গুরুতর আহত হয়। শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগরের দোগাছি আর্মি ক্যাম্প ও লৌহজংয়ের খানবাড়ি ওহন মাপার টোলের মধ্যবর্তী খানবাড়িতে এই ঘটনা ঘটে। 




স্থানীয়রা জানান, মালবাহী একটি ট্রাকের চাকা ফেটে গেলে সড়কের পাশে দাড় করিয়ে চালক ও হেলপাড় চাকা সারোনোর কাজ করছিল। এ সময় অপর একটি ট্রাক এসে পিছন থেকে সজোরে ধাক্কা দিলে সামনে থাকা ট্রাকের চালক ঘটনাস্থলে মারা যায়। হেলপার গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাদেরকে উদ্ধার করেন। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন 
জানান, আহত হেলপারকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 



নিহত চালকের লাশ হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, এ ঘটনায় ট্রাক দুটি হেফাজতে রাখা হয়েছে। ঘাতক ট্রাক চালক পালিয়ে গেছে। নিহত চালকের স্বজদের সাথে যোগাযোগ হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 



মোঃ ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
২৮/০২/২৫ইং

Post a Comment

নবীনতর পূর্বতন