শ্রীনগরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

 


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত শ্রীনগর উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও সুধীবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।

রবিবার বিকাল সাড়ে ৩ টার দিকে শ্রীনগর উপজেলা নিবার্হী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিসি ফাতেমা তুল জান্নাত বলেন, আমরা এই পর্যায়ে আসতে জনগণ আমাদেরকে অর্থের যোগান দিয়েছে। জনগণকে সেবা প্রদাণে আমরা বদ্ধ পরিকর। তিনি আরো বলেন, সমবৃদ্ধ শ্রীনগর বিনিমার্ণে সকলের মধ্যে যোগসূত্র থাকা জরুরী। এটা শ্রীনগরে রয়েছে।  

শ্রীনগর উপজেলা নিবার্হী অফিসার মো. মহিন উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবিবের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ শাকিল আহাম্মেদ, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার্ ডাঃ জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী মহিফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকতার্ বৃন্দ, শিক্ষক ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন


মো: ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
০২/০৩/২৫ইং

Post a Comment

নবীনতর পূর্বতন