শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ঢাকা—মাওয়া—খুলনা এক্সপ্রেসওয়ের শ্রীনগরে একটি পিয়াজ ভর্তি ট্রাক উল্টে গিয়ে চালক ও হেলপার আহত হয়েছে।
গত বুধবার রাত পৌণে ১১ টার দিকে শ্রীনগর পুরাতন ফেরিঘাট এলাকার সড়কের হাইওয়ে লেনে ট্রাকটির চাকা ভেঙে গেলে ট্রাকটি উল্টে যায়। এতে মাগুরার বিল্লালের ছেলে ট্রাকটির চালক নাঈম (২৬) ও পিরোজপুরের মোস্তফার ছেলে হেলপার নাদিমকে (২৭) উদ্ধার করে ফায়ার সার্ভিস কমীর্রা।
প্রত্যক্ষদশীর্রা জানান, শ্রীনগর পুরাতন ফেরিঘাট এলাকার রেল লাইনের ওভারব্রিজের নিচে হাইওয়ে লেনে ঢাকাগামী ট্রাকটি (ঢাকা মেট্রো ড ১১—৬২৭৫) উল্টে যায়। এতে পিয়াজ ভর্তি ট্রাকটির চালক ও হেলপাড় ভিতরে আটকা পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করেন। এ সময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আহত চালক ও হেলপারকে উদ্ধার করে এ্যাম্বুলেন্সে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, ট্রাকটি সরানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
১৭/০৪/২৫ইং
