Top News

শ্রীনগরে ট্রাকসহ ৭৫ ব্যারেল তেল ডাকাতির ঘটনায় ৪ ডাকাত গ্রেফতার, মালামাল উদ্ধার

 


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ৭৫ ব্যারেল ভোজ্য তেলসহ একটি ট্রাক ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।


গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলো নারায়ণগঞ্জের সোনাকান্দা বাজার এলাকার মো. মোসলেমের ছেলে মো. আলম (২৩), পটুয়াখালীর যুগির হাওলা  (নেতা বাজার) এলাকার আইযুব আলী ভান্ডারীর ছেলে নূর আলম ওরফে আলমগীর হোসেন (৩৮), গোপালগঞ্জের মুকসুদপুরের পশিচম নওখন্ডা এলাকার জামাল মিয়ার ছেলে মো. হেলালুজ্জামান (৩২) ও ঢাকা কেরানীগঞ্জের হাসনাবাদ দক্ষিণপাড়ার মরহুম জজ মিয়ার ছেলে জোবায়ের আহমেদ জীবন ওরফে রাজা (২৭)।


শ্রীনগর থানা ও জেলা ডিবি পুলিশের একটি টীম ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ডাকাত চক্রের ৪ সদস্যসহ লুন্ঠিত মালামাল উদ্ধার করে। মঙ্গলবার দুপুরের দিকে শ্রীনগর থানায় মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিসুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর থানা অফিসার ইনচার্জ শাকিল আহ্মদ, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, মুন্সীগঞ্জ ডিবি পুলিশের এসআই আবুল কালাম আজাদ, এসআই হামিম মো. তারেক, মামলার তদন্তকারী কর্মকতার্ শ্রীনগর থানার সাব—ইন্সপেক্টর মো. আলমগীর হোসাইন প্রমুখ।


আনিসুর রহমান (শ্রীনগর সার্কেল) আরো বলেন, গত ২৯ এপ্রিল ২০২৫ খ্রী: তারিখ রাতে ঢাকা—মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার বেজগাঁও যাত্রী ছাউনীর সামন থেকে ভোজ্য তেলের ব্যারেল ভর্তি ট্রাকটির (চট্র মেট্রো ট—১১৮১২০) গতিরোধ করে ডাকাত চক্রের সদস্যরা। 


এ সময় ট্রাকের চালক মো. রাসেল বিশ্বাস (২২) ও হেলপার আল—আমিনকে (২৩) মাদক বহণের অভিযোগ এনে হাতে হেন্ডকাপ লাগিয়ে ডাবল কেবিনেটের একটি কালো রংয়ের গাড়িতে (ঢাকা মেট্রো ১—১১—৭৪২৫) উঠিয়ে নিয়ে যায়। অপরদিকে ডাতাক চক্রের ২ সদস্য তেলের ট্রাকটি চালিয়ে ঢাকার হাসনাবাদ নিয়ে তেলের ড্রাম অন্যত্র সরিয়ে ফেলে। পরে তেল বহনকারী ট্রাকটি হাসনাবাদ থেকে শ্রীনগর উপজেলার সিংপাড়া সড়কের পাশে ফেলে চলে যায় ডাকাতরা। জিপিএস ট্রাকিংয়ের সূত্র ধরে ট্রাকটি উদ্ধার করে শ্রীনগর থানা পুলিশ। 


থানায় ডাকাতির মামলা দায়ের পর  চক্রটি ধরতে পুলিশ অভিযানে নেমে কয়েক দিনের ব্যবধানে ৪ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হন। তিনি আরো বলেন, মামলার ১নং আসামীর বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। ২নং আসামীর বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।


 
পুলিশ জানায়, তেল বিক্রির নগদ ৩৯ হাজার টাকা, তেল ভর্তি ড্রাম ৩৫টি, খালি ড্রাম ২২টি, ডাকাতির কাজে ব্যবহৃত ১টি ডাবল কেবিনের কালো রংয়ের গাড়ি. তেল সরানোর কাজে ব্যবহৃত সবুজ রংয়ের ১টি পিকআপ, হেন্ডকাপ, লেজার লাইট উদ্ধার করা হয়। 




মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
০৭/০৫/২৫ইং 

Post a Comment

নবীনতর পূর্বতন