ঢাকা—মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আহত ২

 


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ঢাকা—মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে একটি টাইল্স ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ ২ জন আহত হয়েছে। ট্রাকটির চালক বরিশালের নতুল্লাবাদ এলাকার মো. শাহজাহানের ছেলে মো. সাগর (৩২) ও যাত্রী একই এলাকার কাদের শিকদারের ছেলে সোহাগকে (৪০) উদ্ধার করেছে ফা্য়ার সার্ভিস কমীরা।


রবিবার পৌণে ৭ টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এই ঘটনা ঘটে। এ সময় কিছুক্ষণের জন্য সড়কে যান জটের সৃষ্টি হয়।


প্রত্যক্ষদশীর্রা জানান, দ্রুতগতিতে এসে মালবাহী ট্রাকটি (ঢাকা মেট্রো ড—১২৫৬০২) নিয়ন্ত্রণ হারিয়ে ষোলঘর যাত্রী ছাউনীর সাথে ধাক্কা খায়। এতে ট্রাকটি দুমরে মুচড়ে ভিতরে চালক আটকা পরে। 


শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, দ্রুত গতির কারণে ট্রকটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী ছাউনীর সঙ্গে সজরো ধাক্কা লেগে ভিতরে দুজন আটকা পড়ে। 


হাইড্রলিক ইকুইপমেন্ট ব্যবহার করে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। হাঁসাড়া হাইওয়ে পুলিশ জানায়, সড়ক থেকে ট্রাকটি সরানো হয়েছে। যান চলাচল স্বাভাবিক আছে। 




মো:ফারুক খান 

শ্রীনগর,মুন্সীগঞ্জ

১১/০৫/২৫ইং

Post a Comment

নবীনতর পূর্বতন