শ্রীনগরে প্রাণীসম্প্রদ কর্মকতার্র উঠান বৈঠক


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে চলমান তাপদাহ থেকে রক্ষা পেতে ও সহনীয় পর্যায়ে খামার পরিচালনা করা লক্ষ্যে খামারীদের সাথে উপজেলা প্রাণীসম্প্রদ কর্মকতার্র উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 


গত রবিবার দিনব্যাপাী উপজেলার রাঢ়িখাল, ভাগ্যকুল ও বাঘড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে স্থানীয় খামারীদের সাথে উঠান বৈঠক দিক নির্দেশনামূলক পরামর্শ দেন উপজেলার প্রাণীসম্প্রদ কর্মকতার্ ডাঃ মো. কামরুল হাসান। 



তিনি ব্রয়লার, লেয়ার মুরগি ও ডেইরীসহ কোরবানির জন্য রিষ্টপুষ্ট পশু পালন এবং করনীয় সমন্ধে প্রশিক্ষণমূলক আলোচনা করেন। এ সময় সংশ্লিষ্ট খামারীরা উপস্থিত ছিলেন। 



উপজেলা প্রাণীসম্প্রদ কর্মকতার্ ডাঃ মো. কামরুল হাসান জানান, প্রত্যেক ইউনিয়নে কর্মরত এআইটি এবং এলএসপিদেরকে স্থানীয় খামারীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখার পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয়  পরামর্শ প্রদানের জন্য বলা হয়েছে। খামারীদের সুবিধার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে।






মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
১২/০৫/২৫ইং

Post a Comment

নবীনতর পূর্বতন