শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: “প্রকৃতির সাথে সম্প্রীতি এবং টেকসই উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগরে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস—২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র্যালি হয়েছে।
বৃহস্পতিবার সকালে রিকের (পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন) আয়োজনে উপজেলা পরিষদে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন।
রিকের প্রকল্প ব্যবস্থাপক সাদিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্প্রদ কর্মকতার্ ডাঃ মো. কামরুল হাসান, ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তৌহিদুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন রিকের পরিবেশ কর্মকতার্ মো. মোহাসিন মোল্লা।
এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন গণমাধ্যম কমীর্ বৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়।
মো: ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
২২/০৫/২৫ইং

