খবর পেয়ে ফায়ার সার্ভিস কমীর্রা চালক জিহাদ (২৭) ও হেলপার হৃদয়কে (২৫) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। গত রবিবার দিবাগত রাত ২টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর রেল স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় সড়কে যানজটের সৃষ্টি হয়।
জানা গেছে, এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে ফার্নিচার ভর্তি ট্রাকটি (ঢাকা মেট্রো ন—১১৪৬০৩) নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অজ্ঞাত একটি গাড়িকে সজোরে ধাক্কা দিলে ট্রাকটির সামন অংশ দুমড়ে—মুচড়ে ভিতরে চালক—হেলপার আটকা পড়ে। আহত চালক জিহাদ খুলনার মো. জাহাঙ্গীরের ছেলে ও হেলপার হৃদয় খুলনা সদর এলাকার ইউনুস আলীর ছেলে।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আহত চালক ও হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, ট্রাকটি সরিয়ে আনা হয়েছে। যান চলাচল স্বাভাবিক আছে।
মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
১৯/০৫/২৫ইং
