শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: সাউথ আফ্রিকাতে দুবৃর্ত্তের গুলিতে এক বাংলাদেশী ব্যবসায়ী নিহত হয়েছে। সাউথ আফ্রিকার ওই প্রবাসীর নাম মো. মহিউদ্দিন শেখ (নাসির মাস্টার)।
সে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পাঁচলদিয়া গ্রামের আব্দুল মান্নান শেখের পুত্র। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সাউথ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুবৃর্ত্তের গুলিতে তিনি ঘটনাস্থলে মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ২ যুগ আগে মহিউদ্দিন শেখ (৪৬) জীবিকার তাগিদে সাউথ আফ্রিকায় যান। তিনি সেখানে গিয়ে পোর্ট এলিজাবেথ শহরে নিজে ব্যবসা শুরু করেন।
শুক্রবার রাতে হঠাৎ তার মৃত্যুর খবর আসে। তার মৃত্যুর খবরে পরিবারে শোকের ছাঁয়া নেমে এসেছে। পাঁচলদিয়া গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন শেখ জানান, প্রবাসী মহিউদ্দিনের শেখের পরিবার ঢাকার কেরানীগঞ্জে বসবাস করেন। দেশে মহিউদ্দিন শেখের সংসারে স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা সন্তান রয়েছে।
পরিবারের লোকজন মাঝে মধ্যে গ্রামের বাড়িতে আসেন। মহিউদ্দিন শেখও মাঝে মধ্যে ছুটিতে দেশে আসতেন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাইয়ুম মিন্টু বলেন, শুক্রবার সন্ধ্যায় সাউথ আফ্রিকায় দুবৃর্ত্তের গুলিতে মহিউদ্দিন শেখ মারা যায়।
এরই মেধ্যে সিসি টিভির একটি ফুটেজ সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, মহিউদ্দিন শেখ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দাড়িয়ে থাকা অবস্থায় এক দুবৃর্ত্ত এসে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
১৭/০৫/২৫ইং
