শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় পোড়া দোকানের ধ্বংশ স্তুপ অপসারণের কাজ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বেচ্ছাসেবী টীম। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে শ্রীনগর বাজারের অগ্নিকান্ডে বিভিন্ন দোকানপাট পুড়ে ধ্বংষ স্তুপে পরিণত হয়।
শুক্রবার সকাল থেকে পুড়ে যাওয়া আসবাবপত্র, বিভিন্ন মালামাল ও পোড়া বর্জ্য অপসারণের কাজ শুরু করেন শ্রীনগর উপজেলা ইসলামী আন্দোলনের সদস্যরা। শনিবার দ্বিতীয় দিনেও দলটির স্বেচ্ছাসেবীদের কাজ করতে দেখা গেছে।
ইসলামী আন্দোলনের সদস্যরা বলেন, ক্ষতিগ্রস্তদের সহযোগীতায় তারা এগিয়ে আসছেন। এখানে নষ্ট হওয়া মালামাল ও ময়লা আবর্জনা অপসারণের কাজ করছেন। একাজে স্বেচ্ছায় শ্রমদান করছেন তারা।
শ্রীনগর বাজারে আগ্নিকান্ডের ঘটনায় এপর্যন্ত সর্বমোট ১৩৬টি দোকান পুড়ে যায়।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, যদি এই তালিকায় ক্ষতিগ্রস্ত দোকানীর নাম বাদ পড়ে তাহলে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করার অনুরোধ করেন তিনি।
মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
১৭/০৫/২৫ইং

