শ্রীনগরে ভূমি মেলা উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা



শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগরে ৩ দিনব্যাপী ভূমি মেলা—২০২৫’র উদ্বোধন করা হয়েছে।


রবিবার সকালে শ্রীনগর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন।


এদিন ভূমি মেলার উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে শ্রীনগর ইউএনও’র সভাকক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রাব্বানী সোহেলের সভাপতিত্বে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ইউএনও মো. মহিন উদ্দিন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।


 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. মহিফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের উপ—সহকারী কর্মকতার্ বৃন্দ।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২৭ মে পর্যন্ত এই ভূমি মেলা চলবে। উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মেলার স্টলে ভূমির মালিকগণ নানা রকম সেবা গ্রহন করতে পারবেন। 


এছাড়া এই পরিসেবা চালুর মধ্যে দিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্থানীয় ভূমি অফিসেও শ্রীনগর উপজেলাধীন হোল্ডিং ধারী  ভূমির মালিকগণ ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন।




মো:ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
২৫/০৫/২৫ইং 

Post a Comment

নবীনতর পূর্বতন