শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: অড়িয়ল বিল এলাকার জীবন যাত্রার মান এবং পানি ও ভূমি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনা সমীক্ষা প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব নাজমুল আহসান প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) আব্দুল লতিফ মোল্লা, হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, উপ—পরিচালক ফয়েজুল ইসলাম, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন, শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) এর পরিচালক গৌতম চন্দ্র বিধান।
কর্মশালায় আড়িয়ল বিল পাড়ের কৃষক, জেলেসহ নানা শ্রেণি পেশার মানুষ, আড়িয়ল বিল জলাশয় রক্ষা কমিটির সদস্য বৃন্দ, স্থানীয় সাংবাদিক ও শিক্ষকবৃন্দ তাদের মতামত তুলে ধরেন।
মো: ফারুক খান
শ্রীনগর,মুন্সীগঞ্জ
২৬/০৫/২৫ইং
